শিরোনাম
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে রয়েছে। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি চারজন চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সকাল ১০টায় লেবার ওয়ার্ডে নরমাল ডেলিভারিতে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। ওই নারীর নাম মানসুরা বেগম। এর আগে সকাল ৮টায় প্রসব ব্যথা নিয়ে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন ওই নারী। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার বান্দারদিয়ায়। মানসুরার স্বামী আমির উদ্দিন মামুন সিএনজিচালিত অটোরিকশা চালক। লেবার ওয়ার্ডে ডিউটিরত চিকিৎসক ড. মাশরিমা মোর্শেদ মিশি জানান, নবজাতকদের মায়ের অবস্থা ভালো থাকলেও চার নবজাতককে এনআইসিইউতে রাখা হয়েছে। ইনডোর মেডিকেল অফিসার সাবিহা সুলতানা বলেন, জন্মের কিছু সময় পর এক শিশু (নবজাতক) কন্যা মারা যায়। নরমাল ডেলিভারি হওয়া বাকি চার শিশু নবজাতক ইউনিটে ভর্তি রয়েছে। এক ছেলে ও তিন মেয়ে। অপরিপক্ব হওয়ায় তাদের অবস্থাও ভালো নয়। ২৭ সপ্তাহে তাদের জন্ম হয়। ওজনও কম। এদের মধ্যে একজনের ওজন ১ কেজি, বাকিদের যথাক্রমে-৯০০ গ্রাম, ৮০০ ও ৬০০ গ্রাম। আমরা জন্মের ঘণ্টাখানেক পর তাদের চারজনকে পাই। তারা ইনকিউবিউটরে রয়েছে।

 আমরা সর্বাত্মক চিকিৎসা দিয়ে নবজাতকদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটির মাও ভর্তি রয়েছেন। এনআইসিইউর আইএমও ডা. সাবিহা সুলতানা বলেন, আমাদের এখানে চারজন নবজাতককে ভর্তি করা হয়েছে। তবে ওজন কম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা ২৭ সপ্তাহে ভূমিষ্ঠ হয়েছে। তাদের চারজনেরই শ্বাসকষ্ট রয়েছে। হাসপাতালে নবজাতকদের দাদি কারিমা বেগম বলেন, দুই বছর আগে ছেলেকে বিয়ে করিয়েছি। আগে কোনো সন্তান ছিল না, এই প্রথম। খুশির পাশাপাশি কষ্টে আছেন। শিশুরা জন্মের পর তাদের কোলেও নিতে পারিনি। যাকে নিয়েছি, সে মৃত। বাকিরা চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ আমাদের সহায় হোন। নবজাতকদের বাবা মামুন জানান, প্রথমে আমার স্ত্রীকে নিয়ে শিবপুরে একটি ক্লিনিকে যাই। সেখানে আমার স্ত্রীর গর্ভে পাঁচটি বাচ্চা রয়েছে বলে জানান চিকিৎসক। পরে চিকিৎসকের পরামর্শে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। একে একে আমার স্ত্রী পাঁচ সন্তানের জন্ম দেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, নরসিংদী থেকে আমাদের এখানে আসা এক নারীর পাঁচ সন্তান ভূমিষ্ঠ হয়। পরে একটি বাচ্চা মারা যায়, চারটি বাচ্চা এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের ওজন কম থাকায় নানা সমস্যা হচ্ছে। আমাদের সার্বিক চেষ্টা চলছে। বাচ্চাদের মায়ের অবস্থা ভালো আছে।

সর্বশেষ খবর