শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শ্বশুরবাড়িতে মাকে নির্যাতন, অভিমানে ছেলের আত্মহত্যা!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে শ্বশুরবাড়ির লোকজনের হাতে মা নির্যাতনের শিকার হয়েছেন খবরে অভিমানে ছেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার গোলকপুর গ্রামে ভিকটিম রাব্বি মিয়া (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের মা সজিদা বেগম জানান, গৌরীপুরের মমিনপুর গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে রোজিনা আক্তারের সঙ্গে তার ছেলে রাব্বি মিয়ার দীর্ঘদিন প্রেমের সর্ম্পক ছিল। পরে গোপনে তারা বিয়ে করে। বর্তমানে রোজিনা আক্তার অন্তঃসত্ত্বা। প্রায় ১০ দিন আগে রোজিনার বাবা জামাল উদ্দিন মেয়েকে তার বাড়িতে নিয়ে আটকে রাখেন। বৃহস্পতিবার সকালে রাব্বির ভগ্নিপতি মো. আতাহার মিয়া রোজিনাকে আনতে গেলে তাকে লাঞ্ছিত করে ফিরিয়ে দেওয়া হয়। এরপর রাব্বি নিজে তার স্ত্রীকে আনতে গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেয়। বিকালে তিনি গেলে রোজিনার বাবা, চাচারা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে তার হাত ভেঙে যায়। এই খবর পেয়ে অভিমানে লজ্জায় আমার ছেলে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ খবর