রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দূষণের শীর্ষে আবারও ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও প্রথম স্থানে উঠে এসেছে মেগাসিটি ঢাকার নাম। গতকাল ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানী ঢাকার বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার অনুযায়ী দেখা যায়, শনিবার মধ্যরাত থেকেই খারাপ হতে থাকে ঢাকার বায়ুমান। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ভোর ৪টায় ২২৫ একিউআই। আইকিউএয়ার অনুযায়ী বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার মধ্যরাত অর্থাৎ রাত ১২ টায় ঢাকার বায়ু মান ছিল ১৭৯ একিউআই। রাত ১টায় ১৮০ একিউআই, রাত ২টায় ১৮৮ একিউআই। এরপরই রাত ৩টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২০০-এর                 উপরে ছিল যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। রাত ৩টায় বায়ুমান ছিল ২০২ একিউআই, ৪টায় সর্বোচ্চ ২২৫ একিউআই, ৫টায় ২১৫ একিউআই, ৬টায় ২১৩ একিউআই, ৭টায় ২২৩ একিউআই, ৮টায় ২১৯ একিউআই এবং সকাল ৯টায় ২০০ একিউআই। এদিকে, সকাল ৮টা ১০ মিনিটে ২২৩ একিউআই নিয়ে ঢাকা ছিল বিশ্বের সর্বোচ্চ দূষিত বাতাসের শহর। সে সময় স্কোর ১৯৩ নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি। ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর। সাধারণত  একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভিতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। এ বছরের শুরুর দিকে ঢাকা বেশ কয়েকবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে। বিশেষজ্ঞরা ঢাকার বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ ক্ষেত্রের ধুলোকে দায়ী করছেন। ভয়াবহ এ দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। সব বয়সী মানুষের জন্যই তা ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সর্বশেষ খবর