রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মহালয়ায় দুর্গোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

মহালয়ায় দুর্গোৎসব শুরু

মহালয়ার মধ্য দিয়ে হয় দেবীপক্ষের সূচনা। বাজল শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর। ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত মহালয়ার দিন থেকেই পূজার্থীরা দুর্গাপূজার আগমনধ্বনি শুনতে পান। সারা দেশের পূজামন্ডপে মহালয়া উপলক্ষে ছিল নানা আয়োজন। গতকাল ভোরে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকেই মন্দিরে মন্দিরে ছিল শ্রী শ্রী চ-ীপাঠের আয়োজন। ২৪ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল রায় ভৌমিক জানান, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পূজিত। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামন্ডপে চ-ীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। সকাল ৯টায় চ-ীপাঠের সঙ্গে সমবেত কণ্ঠে অর্চনা দেওয়া হয়। বেলা ১১টা পর্যন্ত চলে বিশেষ পূজা। সকালে মহালয়ার মূল আচার-অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা করা হয়েছে। তিনি জানান, এবার সারা দেশে ৩২ হাজার ৪০৮টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এ হিসেবে গত বছরের চেয়ে এ বছর ২৪০টি বেশি পূজা মন্ডপ বৃদ্ধি পেয়েছে। শুধু ঢাকেশ্বরী মন্দির নয়, মহালয়া উপলক্ষে চ-ীপাঠসহ বিশেষ পূজার আয়োজন করা হয় রাজধানীর রমনা কালীমন্দির, রাজারবাগ কালীমন্দিরসহ প্রায় সব পূজামন্ডপেই।

সর্বশেষ খবর