শিরোনাম
রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আরও ১০ জনের মৃত্যু ডেঙ্গুতে

নিজস্ব প্রতিবেদক

আরও ১০ জনের মৃত্যু ডেঙ্গুতে

ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে না। ছবিটি গতকাল কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৬০ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮৭ জন ভর্তি হয়েছেন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৩৩৬ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৫০৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮২৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ২৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯১ হাজার ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৪৫ হাজার ৭৮৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ঢাকায় ৮৮ হাজার ২৩৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৫২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ খবর