রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ডাকাতিতে দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আরিফ হোসেন ওরফে কামাল ও মো. রাসেল মাতুব্বর। গত শুক্রবার বিকালে র‌্যাব-১০ এর সদস্যদের সহায়তায় যাত্রাবাড়ীর শনিরআখড়া ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল তাদের আদালতে পাঠানো হয়। এর আগে ৮ অক্টোবর ডেমরার সুলতানা কামাল সেতুতে কয়েকজন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটায়। গতকাল এসব তথ্য জানান ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল।  ছিনতাই ও ডাকাতি করাই তাদের পেশা। কামাল ও রাসেলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ের থানায় এ-সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। গতকাল ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। আদালত দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর