সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কম দামে টিসিবির চাল ডাল তেল পিঁয়াজ বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

ট্রেডিং করপোরেশন বাংলাদেশ-টিসিবি এক কোটি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি ও পিঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। গতকাল রাজধানীর ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আগে ডাল, তেল ও চিনি বিক্রি করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এবার চাল ও পিঁয়াজ যুক্ত করা হয়েছে। বৈশ্বিক প্রভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে এবার বাড়তি দুটি পণ্য যোগ করা হলো। তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে স্মার্ট কার্ডের মাধ্যমে এ সব পণ্য বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে পাঁচ জেলা এই স্মার্ট কার্ডের অধীনে আসবে। টিপু মুনশি বলেন, ভারতের পক্ষ থেকে কিছু আনুষ্ঠানিকতার কারণে দেশে আমদানিকৃত ডিম আসতে দেরি হচ্ছে। আগামি ৩-৪ দিনের মধ্যে চলে আসবে। ডিম আমদানি করতে আরও ১০টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা প্রমুখ। উল্লেখ্য প্রতি পরিবারকে কার্ডের বিপরীতে ৬১০ টাকায় পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, দুই কেজি পিঁয়াজ ও এক কেজি চিনি দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ খবর