সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে রাজধানী ঢাকাকে ‘১ মিনিট শব্দহীন’ রাখতে প্রাণান্ত চেষ্টা চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্কাউটস সদস্যরা। গতকাল ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে সকাল ৯টার পর থেকেই সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউটস সদস্যরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন। শতভাগ সফল না হলেও এ কর্মসূচির মাধ্যমে নানা ধরনের সচেতনতার বার্তা দিতে চেয়েছে মন্ত্রণালয়। বিভিন্ন সামাজিক মাধ্যম, গণমাধ্যম, মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে প্রচার চালানো হয়েছে। সব সরকারি প্রতিষ্ঠানের ওয়েভসাইটের মাধ্যমে প্রচার চালানো হয়েছে। নানা ধরনের লিফলেট বিতরণ করা হয়েছে। কিছু জায়গায় নীরব রাখা গেলেও বেশিরভাগ স্থানে ১ মিনিটের জন্যও শব্দহীন রাখা যায়নি। তবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে হাল ছাড়ছে না মন্ত্রণালয়। সামাজিক আন্দোলন গড়ে তুলে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি আরও বলেছেন, এ জন্য বিভিন্ন ধরনের বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাড়িচালকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ কাজে সফল হতে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহায়তা নেওয়া হবে। সবাইকে সঙ্গে নিয়েই শব্দদূষণ নিয়ন্ত্রণে সফল হবে সরকার। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ১০ টা থেকে ১ মিনিট শব্দ দূষণ রোধে বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল ট্রাফিক সদস্যরাও। তবে যানজট মনে করে অনেক গাড়ির চালক পেছন থেকে বা আশপাশ থেকে উচ্চৈঃস্বরে হর্ণ বাজিয়েছেন। যদিও অনেকে এই কর্মসূচিতে যোগ দেয়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, জনসচেতনতা সৃষ্টিতে এই কর্মসূচি বেশ সহায়ক ভূমিকা পালন করবে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর