মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আজ শেষ গঙ্গা-যমুনা উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

আজ শেষ গঙ্গা-যমুনা উৎসব

আজ শেষ হচ্ছে দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। গতকাল উৎসবের একাদশ দিনে শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে মোট চারটি নাটক মঞ্চায়ন হয়। এর মধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজিত ‘আমরা তিনজন’, পরীক্ষণ থিয়েটার হলে ভারতের গোবরডাঙ্গা নকশা নাট্যদলের নাটক ‘বিনোদিনী’, স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় ভিশন থিয়েটার প্রযোজিত নাটক ‘গালিভারের সফর’ ও বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয় নাট্যম রেপার্টরী প্রযোজিত নাটক ‘কোথায় জলে মরাল চলে’। একই সময়ে সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে কিংবদন্তি আবৃত্তি পরিষদ, সম্মিলন ও নন্দনকলা কেন্দ্র।

এর আগে বিকালে মুক্তমঞ্চের নিয়মিত সাংস্কৃতিক পর্বের অনুষ্ঠানে শিশুদের পর্বে অংশ নেয় শিশু সংগঠন রঙ্গপীঠ, দলীয় সংগীত পরিবেশন করে বুলবুল ললিতকলা একাডেমি, দলীয় নৃত্য পরিবেশন করে প্রিয়দর্শিনী, মাইম পরিবেশন করে নিথর মাহবুব। এককসংগীত পরিবেশন করেন সমর বড়ুয়া, নারায়ণ চন্দ্র শীল, হাবিবুল আলম, আবিদা রহমান সেতু, শ্রাবণী গুহ রায় ও শারমিন শাওন। একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পী আহসানউল্লাহ, তারেক আলী মিলন তমাল, শিরিন ইসলাম, সিদ্দিকুর রহমান পারভেজ ও অনিকেত রাজেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর