বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

হেরোইনের রং লাল-নীল

নিজস্ব প্রতিবেদক

হেরোইনের রং সাধারণত সাদা কিংবা ধূসর হয়। এবার লাল ও নীল রঙের হেরোইনের সন্ধান পেয়েছে পুলিশ। মাদক ব্যবসায়ীরা রঙিন এ হেরোইনের নেশায় রয়েছে বিশেষত্ব, এমন প্রচার করে বাজারে সৃষ্টি করছে চাহিদা। একই সঙ্গে এর মাধ্যমে এড়ানো যাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার চোখও। কয়েক মাস ধরে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে গেলেও বাদ সেধেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে রাজধানীর নাখালপাড়া থেকে প্রথমবারের মতো এমন রঙিন হেরোইনের এক চালান আটক করেছে পুলিশ। এ সময় ১৭৮ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়। তেজগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতাকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মফিজুল ইসলামের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া রুমি বেগম, ফারুক হোসেন এবং রিজিয়া খাতুনের কাছ থেকে হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। উদ্ধার করা ১৭৮ গ্রাম হেরোইনের মধ্যে ২৬ গ্রাম ছিল পুরিয়া আকারে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে রিজিয়া খাতুনকে তো মাদক সম্রাজ্ঞী হিসেবে মাদকসেবীরা চেনে। এরা বহুবার গ্রেফতার হয়েছিল। জামিনে বের হয়ে আবার একই পেশায় জড়িয়েছে। এদিকে রঙিন হেরোইন আটকের ঘটনায় বিস্মিত পুলিশও। তাদের ধারণা, বিভিন্ন জিনিস ব্যবহার করে হেরোইনের রং পরিবর্তন করে ভোক্তাশ্রেণির কাছে বিশেষ আকর্ষণীয় করার জন্য তারা চেষ্টা করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী যাতে চিনতে না পারে, সে কারণেও এ চেষ্টা তাদের। ভিন্ন রঙের এ হেরোইন বেচাকেনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর