বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

উত্তরে হেমন্তেই শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

উত্তরে হেমন্তেই শীতের আমেজ

রংপুরে ষড়ঋতুর পথ পরিক্রমায় গতকাল থেকে শুরু হয়েছে হেমন্তকাল। জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশে কয়েক দশক ধরে ষড়ঋতুর মধ্যে চারটি ঋতু উপলব্ধি করা যাচ্ছে। হেমন্ত এবং বসন্তের প্রকৃত রূপ হারিয়ে যেতে বসেছে। ফলে উত্তরে  হেমন্তের আগমনে  শুরু হয়েছে শীতের আমেজ। হেমন্তের পরে যাত্রা শুরু হয় শীতকালের। শীতের বাকি রয়েছে দুই মাস। এবার হেমন্তে শীত এসে কড়া নাড়ছে প্রকৃতিতে শীতের আমেজ চলছে। সকালের শিশিরভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতি সিক্ত হচ্ছে। ফুটপাত থেকে অভিজাত বিপণিবিতানগুলোতে এখন শোভা পেতে শুরু করেছে শীতের পোশাক। ধানের ডগায় ফোঁটা ফোঁটা শিশির বিন্দু পথচারীদের আকৃষ্ট করছে। শুধু ধানের ডগায় শিশির বিন্দু নয়, ফুলের রাজ্যে গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, দেব কাঞ্চন, রাজ অশোক, ছাতিম, বকফুলসহ আরও কয়েক প্রজাতির ফুল হেমন্তের প্রকৃতিকে মুগ্ধ করছে। সব মিলিয়ে বলা চলে হেমন্ত ঋতুতে চলছে শীত-গরমের লুকোচুরি খেলা। শহরের অনেকেই রাতের বেলা ফ্যান বন্ধ রাখছেন। ভোরে কুয়াশার কারণে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। সবমিলিয়ে দেখা গেছে রংপুরসহ উত্তরাঞ্চলের  অনেক স্থানেই হেমন্তে শীতের আবহ সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে শীতে পিঠা বিক্রির ধুম পড়েছে। ধারণা করা হচ্ছে কার্তিকেই শীত জেঁকে বসতে পারে এই অঞ্চলে। প্রতিদিন কমছে তাপমাত্রা। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি এবং এর আগে রবিবার ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এখন থেকে তাপমাত্রা কিছুটা কমবে। পাশাপাশি শীত ধীরে ধীরে বাড়বে।

সর্বশেষ খবর