বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম চিড়িয়াখানায় লাল পাহাড়ের সঙ্গী হলো জলপরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় লাল পাহাড়ের সঙ্গী হলো জলপরি

চট্টগ্রাম চিড়িয়াখানায় ১২ বছর বয়সী পুরুষ জলহস্তী লাল পাহাড়ের সঙ্গী হলো ৯ বছরের স্ত্রী জলপরি। এর মাধ্যমে চিড়িয়াখানায় পূর্ণ হলো জলহস্তীর সংসার।

জানা যায়, চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দুই চিড়িয়াখানার মধ্যে প্রাণী বিনিময়ের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় যাবে এবং রংপুর চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আসবে। এ বিনিময় সিদ্ধান্তে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও অনুমতি দেয়। এ সিদ্ধান্তের আওতায় গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয় এবং গত ২১ সেপ্টেম্বর সকালে ১২ বছর বয়সী একটি পুরুষ জলহস্তী লাল পাহাড় চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। জেলা প্রশাসক বলেন, আমরা চাই চট্টগ্রাম চিড়িয়াখানাটি আরও সমৃদ্ধ হোক। এর জন্য আমরা নিয়মিতই নিত্যনতুন প্রাণী যোগ করার প্রক্রিয়া অব্যাহত রেখেছি। সামনে আরও প্রাণী আনা হবে। সঙ্গে বাড়ানো হচ্ছে চিড়িয়াখানার আয়তনও। চিড়িয়াখানার কিউরেটর (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন শুভ বলেন, প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় সংযোজিত হলো এক জোড়া জলহস্তী। এটি চট্টগ্রামবাসীর জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার। তার আন্তরিকতায় অদল-বদল প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে বাঘের বদলে জলহস্তী আনা হয়।

সর্বশেষ খবর