শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দেবী দুর্গার বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

দেবী দুর্গার বোধন আজ

ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যির তালে আজ সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকার সূচি অনুযায়ী, আজ রাত ৯টা ৩৬ মিনিটে ষষ্ঠী তিথি শেষ হয়ে সপ্তমী শুরু হবে। তাই এ সময়ে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। বোধন এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জাগ্রত করা। দেবীকে জাগ্রত করে পূজা করার পদ্ধতি হলো বোধন।

দেবীপক্ষের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবীকে উদবোধিত করা হয় বা বোধন করা হয়। কালিকাপুরাণ অনুসারে, রাবণবধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে  দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা। পুরাণ মতে, সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। উত্তরায়ণের অর্থ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন। সূর্যের এই গমনে সময় লাগে ছয় মাস। এই ছয় মাস দেবতাদের এক দিনের সমান। দিনের  বেলায় জাগ্রত থাকেন দেবতারা। তাই দিনেই দেবতাদের পূজা করা শাস্ত্রের বিধান। অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন হলো দেবতাদের রাত। দক্ষিণায়ন অর্থ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমন। সূর্যের এই গমনকালের ব্যাপ্তিও ছয় মাস। দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একরাতের সমান। স্বাভাবিকভাবেই এই সময় দেবতারা ঘুমান। সেই কারণেই রাতে পূজা করার বিধান নেই শাস্ত্রে। শরৎকাল দক্ষিণায়নের সময়, দেবতাদের রাত্রিকাল। তাই শরৎকাল পূজার্চনার জন্য উপযুক্ত সময় নয় -অকাল। অকালে দেবতার পূজা করতে হলে তাঁকে জাগরিত করতে হয়। জাগরণের এ প্রক্রিয়াটিই হলো ‘বোধন’। সেই কারণে দুর্গাপূজা শুরু হয় দেবীর অকাল বোধন করে। অকালে শ্রীরামচন্দ্র অশুভ

 শক্তির প্রতীক রাবণ রাজাকে পরাজিত করতে শক্তি সঞ্চারে মায়ের পূজা করেছিলেন। তাই এই পূজাকে অকাল বোধনও বলা হয়। আবার সময়টি শরৎকাল হওয়ায় একে শারদীয় দুর্গাপূজাও বলা হয়ে থাকে। কিন্তু ঘুমন্ত দেবীকে জাগ্রত করার জন্য স্বয়ং ব্রহ্মাকে দেবীস্তুতি করতে হয়েছিল। ‘হে দেবী রাবণবধের জন্য রামকে অনুগ্রহ করুন ও জাগ্রতা হোন। ব্রহ্মার এই আবেদনে দেবী বেল গাছের একটি পাতায় কুমারী কন্যার রূপে আবির্ভূতা হন? দেবীর সেই আবির্ভাবকে স্মরণ করে আজও দেবীপূজার প্রাক্কালে তাঁকে জাগ্রত করা হয়। বেলবৃক্ষে তাঁকে উদবোধিত করার যে অনুষ্ঠান তাই বোধন। ষষ্ঠী তিথির সন্ধ্যায় প্রথমে দেবীর বোধন, পরে অধিবাস ও আমন্ত্রণ করা হয়। শৈলশিখর কৈলাস থেকে তিনি আসছেন। তাই তাঁকে যথাযথ আমন্ত্রণ করে এই দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এ সময় আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। এই নির্ঘণ্ট মেনে দেশের পূজামন্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। এ বছর ঢাকায় ২৪৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং সারা দেশে প্রায় ৩২ হাজার ৪০৮টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মন্ডপগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে রাজধানী। পালবাড়ি থেকে পূজামন্ডপে প্রতিমা আনার প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরা।

সর্বশেষ খবর