শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

রোমানিয়ার ভিসা নিয়ে নয়, কফিনবন্দি হয়ে ফিরলেন মারুফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রোমানিয়ার ভিসার জন্য ভারত গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আবদুল হকের ছেলে নাহিদুল ইসলাম মারুফ (২০)। কিন্তু ভিসা নিয়ে নয়, কফিনবন্দি হয়ে লাশ ফিরেছেন দেশে। হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুবরণের ছয় দিন পর গতকাল তার লাশ দেশে পৌঁছায়। ১৪ অক্টোবর ভোররাতে দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র জানায়, ১৩ অক্টোবর দিল্লির রোমানিয়া দূতাবাসে পাসপোর্ট জমা দেন মারুফ। ১৪ অক্টোবর ভোররাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার লাশ দিল্লির একটি হাসপাতালে রাখা হয়। আইনি প্রক্রিয়া শেষে গতকাল তার লাশ দেশে ফেরে। রাত সাড়ে ৮টায় জকিগঞ্জ উপজেলার বীরশ্রী রহমানিয়া ইবতেদায়ী মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মারুফের বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদায়ী মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক জানান, রোমানিয়ার ভিসার জন্য সে ভারত গিয়েছিল। দূতাবাসে আবেদনও জমা দিয়েছিল কিন্তু ভিসা নিয়ে তার আর দেশে ফেরা হয়নি। তিন ভাই দুই বোনের মধ্যে মারুফ ছিল দ্বিতীয়।

সর্বশেষ খবর