শিরোনাম
শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

খানজাহান মাজার দিঘির কুমিরের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরতলিতে হজরত খানজাহান (রহ.) মাজার দিঘিতে মিঠাপানির প্রজাতির সর্বশেষ পুরুষ কুমির মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খানহাজানের দিঘির দক্ষিণ-পশ্চিম কোণে মাজার শরিফের খাদেম মোস্ত ফকিরের পুকুরে মাদ্রাজি পুরুষ কুমিরটি মরে ফুলে ভেসে ওঠে। বর্তমানে মাজার দিঘিতে থাকা দুটি কুমিরের একটি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে জড়ো হয়। মিঠাপানির প্রজাতির একটি কুমির প্রায় দেড় শ বছর বেঁচে ধাকলেও এই কুমিরটির বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। খানজাহান (রহ.) মাজার শরিফের প্রধান খাদেম শের আলী ফকির বলছেন, দর্শনার্থীদের কাছ থেকে টাকা আদায়ে ব্যক্তিগতভাবে লাভবান হতে খাদেম মোস্ত ফকির কুমিরটি তার পুকুরে আটকে রেখে অধিক পরিমাণ ঘুমের ওষুধ খাওয়ানোর ফলেই কুমিরটি মারা গেছে। এ ঘটনার পর গ্রেফতার এড়াতে খাদেম মোস্ত ফকির পালিয়ে গেছেন। খানজাহানের (রহ.) দিঘির কুমিরকে হত্যা করা হয়েছে, মাজার শরিফের প্রধান খাদেমের এমন অভিযোগের পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের তত্ত্বাবধানে মাদ্রাজি ওই কুমিরটির লাশের ময়নাতদন্ত করতে দিঘি থেকে তীরে তোলা হয়েছে। মারা যাওয়া এই কুমিরটি দুই বছর আগে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তখন সুন্দরবন বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অধিদফতরের বিশেষজ্ঞদের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, খানজাহান (রহ.) মাজার দিঘির কুমির আটকে রেখে অধিক পরিমাণ ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলা হয়েছে, মাজার শরিফের প্রধান খাদেম শের আলী ফকির এমন অভিযোগের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে কুমিরটির লাশের ময়নাতদন্ত করতে দিঘি থেকে তীরে তোলা হয়েছে।

 এ ঘটনার পর যার পুকুরে কুমিরটি মরে ফুলে ভেসে ওঠে সেই খাদেম মোস্ত ফকির পালিয়ে গেছেন। তাকে খোঁজা হচ্ছে।

ময়নাতদন্ত দলের প্রধান ও খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, ময়নাতদন্ত রিপোর্টের পরই কুমিরটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। ময়নাতদন্তের আলামত সংগ্রহের পর কুমিরটির লাশ মাজার এলাকায় মাটিচাপা দিয়ে রাখা হবে।  

সর্বশেষ খবর