শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইলিশ শিকার বিরোধী অভিযানকালে জেলেদের হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর জানপুর ও খালিশপুর এলাকায় ইলিশ শিকারবিরোধী আভিযানিক দলের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নৌপুলিশের সহায়তায় এই অভিযান চালায় মৎস্য বিভাগ। হামলায় নৌকার মাঝি ও শ্রমিকরা আহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।

তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর জানপুর ও খালিশপুর এলাকায় ইলিশ শিকার করছেন জেলেরা। এ খবর জানতে পেরে নৌপুলিশের সহায়তায় সেখানে অভিযানে গেলে আকস্মিকভাবে আমাদের ওপর হামলা চালায় জেলেরা। তারা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠির মাথায় মশাল জ্বেলে অভিযানিক বোটের ওপর নিক্ষেপ করে। হামলায় অভিযানিক নৌকার মাঝি ও শ্রমিকসহ কয়েকজন সামান্য আহত হয়। হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জেলেরা অভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলেও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযানিক দলে থাকা নৌ পুলিশের কেউ আহত হয়নি। তবে হামলার ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলেকে ১ বছরের  বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে জেলার নলছিটি  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার হেমায়েত মোল্লার ছেলে শফিকুল ইসলাম শিমুল (৩০) ও মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৮)। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ বছরের  বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর