রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মারা গেলেন আরও একজন এমপি

পটুয়াখালী প্রতিনিধি

মারা গেলেন আরও একজন এমপি

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া আর নেই। গতকাল ভোর ৬টায় ঢাকায় চিকিৎসাধীন  অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে,       ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতারা গভীর শোক জানিয়েছেন। গতকাল বাদ আসর ন্যাম ভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

মো. শাহজাহান মিয়ার মরদেহ বিকাল ৫টায় বিমান বাহিনীর হেলিকপ্টারে পটুয়াখালী বিমান অবতরণ কেন্দ্রে এসে পৌঁছায়। পরে সেখান থেকে মরদেহ ফ্রিজিং গাড়িতে করে পটুয়াখালী শহরের থানাপাড়ার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। আজ বেলা ১১টায় পটুয়াখালী শহরের সার্কিট হাউস-সংলগ্ন ঝাউতলায় মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচিত হওয়ার পর তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এ ছাড়াও পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান এবং পটুয়াখালী আইনজীবী সমিতির একাধিক মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, আইনজীবীসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর