রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পেট্রাপোলে কোটি রুপির সোনাসহ দুজন আটক

কলকাতা প্রতিনিধি

উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল চেকপোস্টে (আইসিপি) বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী একটি বাস তল্লাশির সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায় ১.২৪ কোটি রুপি মূল্যের সোনার বার উদ্ধার করেছে। এ সময় ওই বাসের চালক ও সুপারভাইজারকে আটক করা হয়। উদ্ধার করা সোনার বারগুলো বাসের পাদানিতে টেপ দিয়ে আটকানো ছিল। বিএসএফ জানিয়েছে, আটক দুজনই বাংলাদেশি। তারা হলেন- বাসটির চালক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ৬১ বছর বয়সী মো. দেলোয়ার হোসেন এবং সুপারভাইজার সাভারের কোন্ডা পশ্চিম কোটাপাড়া গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী মো. সামিম মাহমুদ। সূত্র জানায়, আটককৃতরা শ্যামলী এনআর ট্রাভেলসের চালক ও সুপারভাইজার। তারা পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বার পাচারের চেষ্টা করছিল। নিরাপত্তা ছাড়পত্রের জন্য আইসিপি পেট্রাপোলের চেকিং পয়েন্টে এসে বাসটি পৌঁছালে বিএসএফের বম্ব ডিসপোজাল স্কোয়াড  এবং  স্নিফার ডগ স্কোয়াডের নিয়মিত অনুসন্ধানের সময়, সিট নম্বর বি-১ এবং ডি-৪ এর পাদানিতে লুকিয়ে রাখা টেপ দিয়ে মোড়ানো বিভিন্ন আকার এবং আয়তনের ১১টি সোনার বার পাওয়া যায়। বাসের চালক ও সুপারভাইজারকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাদের আটক করে ওই ১১টি  সোনার বার জব্দ করা হয়।

 তবে বাসের হেলপার যাত্রীদের মধ্যে মিশে গেলে তাকে ধরা যায়নি, তাকে ধরার চেষ্টা চলছে। সূত্র জানায়, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন ২০৪৮ গ্রাম এবং এর আনুমানিক মূল্য প্রায় সোয়া কোটি রুপি।

সর্বশেষ খবর