সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জানুয়ারির প্রথমার্ধে ভোট, বিদেশি পর্যবেক্ষক ডাকছে ইসি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যক্তিগত ও সংস্থার পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষকদের আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে দেশে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনের কাছে এ সংক্রান্ত আবেদন আহ্বানের বিষয়টি অবহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও       শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি। এমন পরিস্থিতিতে দেশীয় পর্যবেক্ষক সংস্থার মতো বিদেশি পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমের পর্যবেক্ষণ আশা করছে ইসি। এক্ষেত্রে ২১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যমের আবেদন জানানোর আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যে কোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে আবেদন করতে পারবে। কোনো ধরনের তথ্য জানার দরকার হলে ইসির জনসংযোগ পরিচালকের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে। জানতে চাইলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক বলেন, ‘ব্যক্তিগত ও সংস্থার মাধ্যমে আগত পর্যবেক্ষকদের ব্যয়ভার তাদেরই বহন করতে হবে। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন পাওয়ার পর স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়; তাই নীতিমালা অনুযায়ী এক মাসের মধ্যে তাদের আবেদন করতে বলা হয়েছে।’ দেশে থাকা সব দূতাবাস ও হাইকমিশনে ব্যাপকভাবে প্রচারের জন্য এ সংক্রান্ত নোটিসটি রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বলে জানান তিনি। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হতে পারে বলে কমিশন ইতোমধ্যেই জানিয়েছে। এ লক্ষ্যে নভেম্বরে ঘোষণা করা হবে তফসিল। এবার সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি ৬৭টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় ধাপে অপেক্ষমাণ রয়েছে দেড়শতাধিক পর্যবেক্ষক সংস্থা। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের একটি ছোট কারিগরি বিশেষজ্ঞ টিম আসার কথা রয়েছে নভেম্বরে। যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী একটি পর্যবেক্ষক দলও কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইতোমধ্যেই। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার নির্বাচনী সংস্থাগুলোর কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানাবে ইসি।

সর্বশেষ খবর