সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহআলী এলাকায় পূর্বশত্রুতার জেরে শেখ মো. ওমর ফারুক (৪০) নামে এক টায়ার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১ এর ডি ব্লক ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ভিকটিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জুনিয়রদের হাতে মারধরের শিকার হয়ে মানসিকভাবে কষ্ট পান ওমর ফারুক। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় তার মা জাহানারা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে শাহআলী থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় মো. আবু হানিফ রনি, আশিকুল ইসলাম সৌরভ ও মেহেদি হাসান রাহাদ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, নিহত ব্যবসায়ীর গাবতলী বাস টার্মিনাল সিটি করপোরেশন মার্কেটের অভ্যন্তরে ফারুক টায়ার ভলকানাইজিং নামে একটি দোকান রয়েছে। শনিবার রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে মো. মিম, সৌরভ, লিয়ন, সৈকত, আবু হানিফ রনি ও রোমান আহমেদসহ আরও কয়েকজন মিলে মিরপুর-১ নম্বরের ডি-ব্লকের ২ নম্বর রোডে ফারুকের গতিরোধ করে চড়-থাপ্পড় মারে। পরে আমার ছেলে বাসার সামনে এলে আসামিরা আমাদের বাসার গেটে ইটপাটকেল নিক্ষেপ করে গেছে। এতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লে ফারুককে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দিলে, তারা ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর