বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গাজায় নিহত ৫ হাজার ছাড়াল

ইসরায়েলের নির্বিচার বোমা হামলা অব্যাহত

প্রতিদিন ডেস্ক

গাজায় নিহত ৫ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫ হাজার ৮৭ জন ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ভোরেও দক্ষিণের রাফা ও খান ইউনিসে অভিযান চালিয়ে তারা হত্যা করেছে কয়েক ডজন ফিলিস্তিনিকে। সোমবার সন্ধ্যা থেকে গতকাল ভোর হওয়ার আগ পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে চালানো এসব হামলায় নিহত হয়েছে ১৪০ জন। এই হামলার মধ্যেই গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার যুদ্ধবিরতির বিপক্ষে কথা বলেছেন। তিনি সতর্কতা জারি করে বলেছেন, গাজায় এখন ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর     করলে হামাস উপকৃত হবে। কারণ হামাস নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাবে। এসবের মাঝেই আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ফিলিস্তিনের গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে যায়। ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে নীরবতা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার এক বিবৃতিতে তিনি ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করার বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। দিনের এসব ঘটনার মধ্যে গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা কী তা জেনে নিতে পারেন সিএনএনের এক বিশ্লেষণে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে গাজায় ইসরায়েলের স্থল অভিযান, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, লেবাননের সীমান্ত এলাকায় গত কয়েকদিনে সাড়ে ১৯ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সমর্থনপুষ্ট শিয়াপন্থি গোষ্ঠী হিজবুল্লাহর লড়াইয়ের জেরে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছে। ওদিকে আরও দুই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তারা বলেছে, কাতার ও মিসরের মধ্যস্থতায় ওই দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ওই দুই ইসরায়েলি নারী এখন তেল আবিবের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে। তবে তাদের স্বামীরা এখনো গাজায় জিম্মি রয়েছেন। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, দখল করা পশ্চিমতীরের বিভিন্ন শহরে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তারা বেশ কিছু ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। ওদিকে গাজায় মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওদিকে ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে ইরানকে যুক্ত করে যুক্তরাষ্ট্র অভিযোগ করার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, তেহরানের কোনো নির্দেশনা ছাড়াই গাজায় অবস্থানরত ফিলিস্তিনি গ্রুপগুলো তাদের কর্মকান্ড পরিচালনা করছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, স্থল, আকাশ ও নৌপথে গাজায় সর্বাত্মক অভিযান চালাতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী। তিনি আরও জানান, এই অপারেশন খুব শিগগিরই শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর