বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বেলুন ফোলানোর সময় বিস্ফোরণে দুই ভাইয়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

পূজামন্ডপের পাশে বাচ্চাদের কাছে বেলুন বিক্রির জন্য বাড়িতে বসে গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সীমান্ত পাল ও প্রসেনজিৎ পাল নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমারপাড়া গ্রামের নিজ বাড়িতে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য দুলাল চন্দ্র রায় জানান, সীমান্ত পালের বাবা নিখিল চন্দ্র পাল গ্যাস বেলুনের ব্যবসা করেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় বাড়িতে বসে গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানোর কাজ করছিল তার ছেলে সীমান্ত পাল (১৬)। এ সময় তাকে সহযোগিতা করছিল সীমান্তের চাচাতো ভাই প্রসেনজিৎ পাল (১৪)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার      দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় সীমান্ত পাল ও প্রসেনজিৎ পাল গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। নিহত দুই ভাই ভাতগাঁও শিক্ষা নিকেতনের ছাত্র ছিলেন। সিলিন্ডার বিস্ফোরণে তাদের বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল দুর্ঘটনার কথা জানতে পেরে নিহতদের বাড়ি যান। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. খোদাদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় লাশ সৎকারের জন্য সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে প্রতি পরিবারকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।

সর্বশেষ খবর