বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

খেয়ালী নাট্যগোষ্ঠীর রূপালী চাঁদ

সাংস্কৃতিক প্রতিবেদক

খেয়ালী নাট্যগোষ্ঠীর রূপালী চাঁদ

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো খেয়ালী নাট্যগোষ্ঠী প্রযোজিত নাটক ‘রূপালী চাঁদ’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। রচনা ও নির্দেশনায় ছিলেন এ কে কবীর। মানুষ প্রেমময় জীবনে পরম বেদনা এবং আনন্দধারায় অবগাহন করে বেঁচে থাকে মর্ত্যরে ধূসর জগতে। কেউবা অমর্ত্যলোকের অন্তর্বর্তী আরেক অনন্ত ভুবনে যাত্রা করে। ভালোবাসার নিটোল দীঘল সরোবরে অবগাহন করে আকণ্ঠ পান করে বেদনার হলাহল। কেউ কেউ তুলে আনে অমৃতের সান্দ্র সুধা। মূলত এ নাটকটি বিচিত্র প্রেমানুভূতির অমর্ত্যলোকের অভ্যন্তরস্থ ধ্যানধারণার একটি শৈল্পিক রূপ। হয়তো ভালোবাসার এক শিল্পসৌধ। দেহগত প্রেম রূপময়, স্পর্শময়, ইন্দ্রিয়জ ক্ষণস্থায়ী। দেহাতীত প্রেম অমৃত সুধাময় আত্মিক চিরস্থায়ী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খোকন, জুয়েল, রানু আরা, রোজিনা, লিটু, মিঠু, শুভ্র, ইমু, ইভা, বীথি, সহিফা, রবি, নাবিল, ইব্রাহিম, ঝলক, মাহামিদ, ইয়াংফা, শাহাদাত, নাদিয়া, ইয়ানা, তুলি, মনিকা, সুম্পা জহরা, সায়মন ও শাহীন।

সর্বশেষ খবর