রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নবগঙ্গা নদী থেকে কুমির উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদী থেকে ৭ ফুট লম্বা একটি কুমির উদ্ধার করেছেন এলাকাবাসী। বন বিভাগ জানায়, বর্ষার পানিতে ভেসে আসা কুমিরটি নবগঙ্গা নদীর তীরে আটকা পড়ে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রামের নবগঙ্গা নদী থেকে কুমিরটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার মাইগ্রামের ইয়ামিন চৌধুরী নবগঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় তিনি নদীর অল্প পানিতে কুমিরটিকে দেখতে পান। উৎসুক গ্রামবাসী রশি দিয়ে তৈরি ফাঁদে কুমিরটিকে আটক করে পানি থেকে তুলে আনেন। পরে কুমিরটি নেওয়ার জন্য খুলনা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

এ প্রসঙ্গে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী আজগর জানান, ‘কুমিরটি উদ্ধার করে গ্রামবাসী নবগঙ্গা নদীর তীরে বেঁধে রেখে খুলনা বন বিভাগকে খবর দিলে তাঁরা এসে নিয়ে যান। কুমিরটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ খবর