সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আজ আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন

পূর্বাচলে হবে ইমাম মহাসমাবেশ

রফিকুল ইসলাম রনি

আজ আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন

দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ষষ্ঠ ধাপে আরও ৫০টি মডেল মসজিদের উদ্বোধন আজ। সকালে রাজধানীর পাশে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ পূর্বাচলে অনুষ্ঠিত হবে জাতীয়  ইমাম সম্মেলন। সারা দেশ থেকে লক্ষাধিক ইমাম এতে অংশ নেবেন। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, মাদকের বিরুদ্ধে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইমাম-মুয়াজ্জিনদের কী ধরনের ভূমিকা হবে সে বিষয়ে সম্মেলনে দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরবের মসজিদুল নববীর ইমাম শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।  প্রকল্প সূত্রে জানা গেছে, আজ যেসব এলাকায় মডেল মসজিদ উদ্বোধন করা হবে সেগুলো হলো- ঢাকা বিভাগের ফরিদপুরের চরভদ্রাসন, গোপালগঞ্জ সদর, কিশোরগঞ্জের তাড়াইল, মাদারীপুরের শিবচর, নরসিংদীর শিবপুর, মুন্সীগঞ্জ সদর, শরীয়তপুরের জাজিরা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ। রাজশাহী বিভাগের জয়পুরহাট সদর, বগুড়ার দুপচাঁচিয়া, পাবনার সাথিয়া, সিরাজগঞ্জের তাড়াশ, রাজশাহীর বাঘা। রংপুর বিভাগের কুড়িগ্রামের সদর ও রৌমারি, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর, নীলফামারীর ডোমার, কিশোরগঞ্জ  ও সৈয়দপুর। বরিশাল বিভাগের বরিশাল সদরের বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, বরগুনার তালতলী, ভোলার মনপুরা, পিরোজপুরের ইন্দুরকানী। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া সদর, চাঁদপুর সদর, নোয়াখালী সদর, কুমিল্লার সদর, দেবিদ্বার, লালমাই, সদর দক্ষিণ, চট্টগ্রামের আনোয়ারা, ফেনী সদর, রাঙামাটির কাপ্তাই। খুলনা বিভাগের বাগেরহাটের কচুয়া, রামপাল, শরণখোলা, ঝিনাইদহ সদর, কুষ্টিয়া সদর, খুলনার ডুমুরিয়া, নড়াইলের সদর ও কালিয়া, সাতক্ষিরার আশাশুনি ও কলারোয়া। সিলেট বিভাগের হবিগঞ্জ সদর, মৌলভীবাজারের কমলগঞ্জ ও সিলেটের ওসমানীনগর। জানা গেছে, সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত এনিয়ে এখন পর্যন্ত মোট ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে। সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর আগে কোনো মুসলিম শাসক বা সরকারপ্রধান একসঙ্গে এত মসজিদ নির্মাণ করেননি। ফলে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের মধ্যে এটিকে একটি অনন্য এবং যুগান্তকারী ঘটনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের পরিচালক (পিডি) মো. নজিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘৩০ অক্টোবর সারা দেশে নতুন করে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সের উদ্বোধন করা হবে। পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমপ্লেক্সে থেকে ভার্চুয়ালি এই মসজিদগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ইমাম সম্মেলনও হবে ।’  জানা গেছে, দেশে মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় ৮০ হাজার আলেম-ওলামা। সরকার তাদের প্রতি মাসে সাড়ে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিচ্ছে। এই শিক্ষকরা ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। মূলত সেই ইমামদেরই এবার সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এ প্রসঙ্গে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমপ্লেক্সে ৩০ অক্টোবর জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অন্তত ১ লাখ লোকের সমাগম হবে।

সর্বশেষ খবর