শিরোনাম
সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ছিল তালাবদ্ধ, রাস্তায় ক্রাইম সিন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ছিল তালাবদ্ধ, রাস্তায় ক্রাইম সিন

বিএনপির ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে গতকাল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল না কোনো নেতা-কর্মী। কার্যালয়ের মূল গেটে ঝুলছিল তালা। সকাল থেকে কার্যালয়ের আশপাশেও কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। বরং বিএনপির হরতালকে কেন্দ্র করে নয়াপল্টনে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।

দেখা যায়, নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত প্রতিটি অলিগলির সামনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। নাইটিঙ্গেল মোড়ে পুলিশের একটি জলকামান ও সাঁজোয়া যান (রায়ট কার) ছিল। এ ছাড়া বিএনপি কার্যালয়ের সামনেও একটি জলকামান ও একটি প্রিজন ভ্যান ছিল। বিএনপি কার্যালয়ের সামনে বেশ খানিকটা জায়গা ক্রাইম সিন ফিতার বেষ্টনী দিয়ে রাখা হয়। ক্রাইম সিন ফিতা দিয়ে বেষ্টনী দেওয়ার বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলেন, এই এলাকায় শনিবার একজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, যানবাহন ভাঙচুর করা হয়েছে। তাই এটাকে ক্রাইম সিন হিসেবে বেষ্টনী দেওয়া হয়েছে। দুজন আটক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আরমান ও সজীব নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের দাবি, তারা বাজার করার জন্য বাসা থেকে বের হয়েছেন। সকাল ১০টার দিকে কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ। আটক দুজন দাবি করেন, তারা শিক্ষার্থী। বাসা থেকে বের হয়েছে বাজার করার জন্য। কিন্তু পুলিশ আমাদের আটক করেছে।

সর্বশেষ খবর