সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাইডেনের সেই কথিত উপদেষ্টা আটক

নিজস্ব প্রতিবেদক

বাইডেনের সেই কথিত উপদেষ্টা আটক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল দুপুরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। গতকাল এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আরেফীকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হতে পারে। শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আরেফী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তার নাম বেল্লাল। তিনি বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে আসেন।

এর আগে, শনিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে বসে আরেফী কথা বলেন। এ সময় তিনি নিজেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার সম্পূর্ণ পক্ষে। মার্কিন সরকারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরোধীদের আন্দোলনকে সমর্থন করেন। বাইডেন ছাড়াও আরেফী মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর