সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

আবারও বাড়ছে প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক

চলতি অক্টোবর মাসের প্রথম তিন সপ্তাহে প্রবাসীরা ১২৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের মাস সেপ্টেম্বরের চার সপ্তাহের সমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৪১ মাসের মধ্যে সবচেয়ে কম ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে সেপ্টেম্বর মাসে। এর আগে সর্বনিম্ন ১০৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের এপ্রিল মাসে। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গাপূজা ও বিয়ের অনুষ্ঠান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণ করায় অক্টোবর শেষে রেমিট্যান্স আরও বাড়বে। বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় সরকার প্রবাসী আয়ে আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলো চাইলে আরও আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে প্রবাসী আয় কিনতে পারছে। বাফেদা ও বেসরকারি ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) গত ২০ অক্টোবর বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, অক্টোবরের শেষ সপ্তাহে আরও ৩০ কোটি ডলারের প্রবাসী আয় আসবে। যা অক্টোবরের প্রথম তিন সপ্তাহে আসা ১২৪ কোটি ডলারের সঙ্গে যোগ হবে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো আকর্ষণীয় করতে সরকার ২০১৯ সালে ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে প্রণোদনার পরিমাণ বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়। আর ব্যাংকগুলো চাইলে নিজস্ব তহবিল থেকে আরও আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে প্রবাসী আয় কিনতে পারছে। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি ডলার আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। উচ্চ আমদানি ব্যয়ের বিপরীতে রপ্তানি ও প্রবাসী আয় কমতে থাকায় টাকার বিনিময়ে ক্রমেই শক্তিশালী হয়েছে মার্কিন মুদ্রা ডলার। ব্যাংকার ও বিশ্লেষকরা মনে করেন ডলারের বিনিময় হার বাজারভিত্তিক না হওয়ার কারণে হুন্ডি বেড়ে গেছে, ব্যাংকিং চ্যানেলে কমে গেছে রেমিট্যান্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর