মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
বঙ্গবন্ধু টানেল

৩৬ ঘণ্টায় টোল ১৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম ৩৬ ঘণ্টায় ৮ হাজার ৬৩৪টি গাড়ি চলাচল করেছে। প্রথম দিন শুরুর দিকে গাড়ি চলাচল তুলনামূলক কমই ছিল। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে টানেল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রথম ৩৬ ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ৮ হাজার ৬৩৪টি। টোল আদায় হয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৬৫০ টাকা। বঙ্গবন্ধু টানেলের উপ-প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, রবিবার সকাল থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪২৯টি গাড়ি টানেল ব্যবহার করে। গতকাল সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় টানেল ব্যবহার করে ৩ হাজার ২০৫টি গাড়ি। সব মিলিয়ে প্রথম ৩৬ ঘণ্টায় মোট গাড়ি চলাচল করেছে ৮ হাজার ৬৩৪টি। মোট টোল আদায় করা হয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৬৫০ টাকা।

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল পরিণত হয়েছে মানুষের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে। রবিবার সকালে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করা হলেও বিএনপির ডাকা হরতালের কারণে যানবাহনের উপস্থিতি ছিল অনেকটা কম। তবে বিকাল থেকেই বাড়ে যান চলাচলের সংখ্যা। গতকাল সকাল থেকেই যান চলাচলের হিড়িক পড়ে। চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন গাড়ি নিয়ে হাজির হচ্ছেন স্বপ্নের টানেল এক নজর দেখার জন্য। গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় টানেল ব্যবহার করে ৩ হাজার ২০৫টি গাড়ি। এ সময় টোল আদায় করা হয় ৭ লাখ ১ হাজার ৩৫০ টাকা। প্রসঙ্গত, শনিবার বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর বহরের ২১টি গাড়ি টানেল ব্যবহার করে আনোয়ারার জনসভায় যোগদান করেন। এ সময় প্রধানমন্ত্রী নিজের গাড়ির জন্য ২০০ টাকা এবং বহরের বাকি ২০ গাড়ির জন্য ৪ হাজার টাকা টোল প্রদান করেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর