বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগে একক প্রার্থী বিএনপি-জাপায় একাধিক

রাহাত খান, বরিশাল

আওয়ামী লীগে একক প্রার্থী বিএনপি-জাপায় একাধিক

বরিশাল-১ আসনে একক আধিপত্য ধরে রেখেছে আওয়ামী লীগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও এখানে জয়ের ধারাবাহিকতা চায় দলটি।

বিএনপি এ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও ভিতরে ভিতরে আসনটি পুনরুদ্ধারে তারা তৎপর। জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীর প্রার্থিতার খবর শোনা গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই তাদের।

জেলার প্রবেশদ্বার গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা নিয়ে বরিশাল-১ আসন গঠিত। সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এ আসনে বরাবরই সুবিধাজনক স্থানে আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের একক প্রার্থী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। তিনি এ আসনের বর্তমান এমপি। এ আসনে অন্য কারও দলীয় মনোনয়ন পাওয়ার অভিপ্রায় থাকলেও মুখে বলার জো নেই তাদের। জানতে চাইলে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, গৌরনদী-আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। অন্যদিকে বিএনপি ক্ষমতামলে এ এলাকায় প্রচুর সংখ্যালঘু নির্যাতন হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে আওয়ামী লীগের বিপুল বিজয় হবে। এ সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলছে বিএনপি। কোনো পরিস্থিতিতে দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে এ আসনে বিএনপির প্রার্থী তালিকায় আছেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক এমপি জহির উদ্দিন স্বপনসহ চারজন। অন্য তিনজন হলেন জেলা (উত্তর) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সদস্য ইঞ্জিনিয়ার আবদুস ছোবাহান ও গাজী কামরুল ইসলাম সজল। জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে সরকার পরিবর্তনের আগে সংসদীয় আসন নিয়ে কোনো কথা বলবে না। বিএনপির দাবি অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে দলের অবস্থানের বিষয়ে তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) এতটা শক্তিশালী যে পুলিশ ছাড়া চলতে পারে না। এই আসনে দলের যে কেউ, এমনকি কর্মী পর্যায়ের কেউ প্রতিদ্বন্দ্বিতা করলেও জিতবে। বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী আকন কুদ্দুসুর রহমান বলেন, এই আসনের দুই উপজেলায় বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। নির্যাতনে তারা সংক্ষুব্ধ এবং ঐক্যবদ্ধ। তারা অধিক শক্তিশালী। জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম রহমান পারভেজ বলেন, এরশাদের আমলে এ এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ আমাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছে। এখানে জাতীয় পার্টির আরেক মনোনয়নপ্রত্যাশী সেকান্দার সেরনিয়াবাত। গত এক যুগে জামায়াতের তেমন কোনো তৎপরতা না থাকলেও সম্প্রতি ঢাকায় সমাবেশ করে ফের আলোচনায় এসেছে দলটি। এ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মো. কামরুল ইসলাম খান। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের এই আসনে সম্ভাব্য প্রার্থী দলের আগৈলঝাড়া থানা কমিটির সভাপতি মো. রাসেল সরদার মেহেদী।

সর্বশেষ খবর