বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

একই দিন আওয়ামী লীগ বিএনপিসহ ৪৪ দলকে ডাকবে ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তফসিল ঘোষণার আগে শেষবারের মতো ৪ নভেম্বর সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন সকালে ২২টি দল এবং বিকালে ২২ দলের সঙ্গে ইসি সংলাপ হওয়ার কথা রয়েছে। গতকাল এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে ইসি। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আজ আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে কমিশন। তবে বিএনপি শেষ সংলাপে অংশ নেবে বলে আশা ইসির। সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির শুরুতে। সাংবাবিধানিকভাবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে আজ ১ নভেম্বর শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা। গতকাল নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম বলেন, ৪ নভেম্বর ৪৪টি দলের সঙ্গে কমিশন বসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ করবে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে। এর আগে গত বছরের জুলাইয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। তবে বিএনপি ও আটটি বিরোধী দল ওই সংলাপে অংশ নেয়নি। তারা বলছে, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব নয়। চলতি বছরের মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠি দিয়েছিলেন। তবে বিএনপি ওই আমন্ত্রণে সাড়া দেয়নি বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন।

আজ ইসির সঙ্গে সচিবদের বৈঠক : সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ ১ নভেম্বর সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি। বৈঠকে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকার কথা রয়েছে। এরপরেই ৬ নভেম্বর কমিশন সভা হওয়ার কথা রয়েছে। কমিশন সভা শেষে সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ হতে পারে। এরপরে ১৩/১৪/১৫ নভেম্বর ভোটের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে রিটার্নিং অফিসার নিয়োগের দিন নির্বাচনী তফসিল ঘোষণার তারিখও জানিয়ে দিতে পারে কমিশন।

সর্বশেষ খবর