বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

টাকা পে কার্ড চালু আজ

নিজস্ব প্রতিবেদক

ভিসা-মাস্টারসহ আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে প্রথমবারের মতো ‘টাকা পে’ নামে নিজস্ব কার্ড চালু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে এ কার্ড উদ্বোধনের পর তা চালু হবে। বর্তমানে পেমেন্ট নেটওয়ার্ক ভিসা ও মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে, ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের মাধ্যমে ব্যাংক বা অন্যান্য আর্থিকসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে টাকার ইলেকট্রনিক স্থানান্তর করা হয়।

বাংলাদেশ ব্যাংক পরিচালিত ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফরম ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহারের মাধ্যমে টাকা পে জাতীয়ভাবে একই সেবা দেবে। এ কার্ডটি প্রাথমিকভাবে দেশে ব্যবহারের জন্য চালু করা হচ্ছে। পরে এর ব্যবহার প্রতিবেশী ভারতে সম্প্রসারণ করা হবে। ব্যাংকাররা বলছেন, এটি একটি স্বাধীন কার্ড হবে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এটি অত্যন্ত অপরিহার্য। এ প্ল্যাটফরমে বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠান যুক্ত হলে টাকা পে বিদেশেও ব্যবহার করা যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনসহ কয়েকজন ব্যাংক কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড ইস্যু করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শিগগিরই অন্য ব্যাংকগুলোও এ কার্ড গ্রহণ করবে বলেও জানান তিনি। গত ১৮ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রথমবারের মতো টাকা পে চালুর ইঙ্গিত দিলে কেন্দ্রীয় ব্যাংকের দুই কমিটি এটি চালুর জন্য কাজ করে। কমিটিতে ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিরা আছেন। প্রাথমিকভাবে এসব ব্যাংক পাইলট ভিত্তিতে টাকা পে ইস্যু করবে। প্যারিসভিত্তিক কনসালট্যান্সি প্রতিষ্ঠান ‘ফাইম’ কার্ডটি তৈরি করেছে। প্রতিবেশী যেসব দেশের এমন নিজস্ব কার্ড আছে সেগুলো হলো ভারত (রুপে), পাকিস্তান (পাকপে), শ্রীলঙ্কা (লঙ্কাপে) এবং সৌদি আরব (মাদা)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর