বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাবির তিন ভবনে হঠাৎ তালা ছাত্রদলের

রাবি প্রতিনিধি

অবরোধ সফল করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন একাডেমিক ভবনের তালা দেয় শাখা ছাত্রদল। তবে জানতে পেরে প্রক্টরিয়াল বডি এসব তালা খুলে ফেলেছে। এদিকে অবরোধ প্রতিহতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। গতকাল বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, অবরোধ সর্বাত্মকভাবে পালন করতে আমরা মাঠে আছি। সমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদ এবং সরকার পতনের এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালনে শাখা ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে জানান তিনি। জানা গেছে, বিএনপি-জামায়াত ঘোষিত অবরোধ সফল করতে ভোরে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন ছাত্রদলের প্রায় ১০ জন নেতা-কর্মী। এ সময় অবরোধ লেখা সংবলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনটি একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। জানতে পেরে তালা খুলে দেন প্রক্টরিয়াল বডি। ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন মোড়ে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের পাশে আছে ছাত্রলীগ। প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রক্টরিয়াল বডি সজাগ আছে। ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর