বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাতের আঁধারে জাবির সংরক্ষিত বন উজাড়

প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) নতুন ভবন নির্মাণের জন্য রাতের আঁধারে বিভিন্ন প্রজাতির ৪০টি গাছ কেটে ফেলা হয়েছে। তবে গাছ কাটার বিষয়টি জানা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ও মীর মশাররফ হোসেন হলের মধ্যবর্তী ‘সুন্দরবন’ এলাকায় গাছগুলো কাটা হয়। এদিকে ওইদিন গাছ কাটার প্রতিবাদে গাছে কাফন পরিয়ে বিক্ষোভ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে অপরিকল্পিভাবে যত্রতত্র অবকাঠামো নির্মাণের জন্য এসব গাছ কাটা হয়েছে। জানা যায়, বুধবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে সুন্দরবন নামক স্থানে ইলেকট্রিক মেশিন দিয়ে গাছগুলো কাটা হয়। পরে গাছগুলোর ডালপালা ফেলে রেখে প্রধান অংশ ট্রাকযোগে মীর মশাররফ হোসেন হল গেট দিয়ে অন্যত্রে নেওয়া হয়েছে। তবে গাছগুলো কোথায় নিয়ে গেছে তা জানেন না বলে জানিয়েছে আইবিএ বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ, সে সময় আইবিএর দুজন শিক্ষক, প্রক্টোরিয়াল বডির একজন সদস্য এবং নিরাপত্তা শাখার একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। নিয়মানুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কোনো গাছ কাটা হলে সেগুলো এস্টেট কার্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেসব গাছ ‘বিক্রয় কমিটি’র মাধ্যমে নিলামে তুলে বিক্রি করা হয়। তবে গাছ কাটার কয়েক ঘণ্টা পার হলেও কাটা গাছগুলো এস্টেট কার্যালয়কে বুঝিয়ে না দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে এস্টেট কার্যালয়ের ডেপুটি রেজিস্টার আবদুর রহমান বলেন, রাতের বেলায় যে গাছ কাটা হয়েছে তা আমাদের জানানো হয়নি। এ ছাড়া, গাছগুলো কোথায় আছে, তা-ও জানি না। এদিকে গাছ কাটার বিষয়টি জানাজানি হলে বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থলে যায়। তখন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভেঙে সেখানে বৃক্ষরোপণ করেন তারা। পরে দুপুরে যেখানে গাছ কাটা হয়েছে সেখানে নতুন ১১টি গাছ লাগিয়ে দেন আরেক দল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, গাছ কেটে উন্নয়ন ছাত্রলীগ সমর্থন করে না। আমরা একাধিকবার দাবি জানিয়েছি, যেন একটি গাছ কাটার আগে দুটি গাছ রোপণ করা হয়। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, ওই স্থানে ভবন নির্মাণের জন্য প্রশাসন জায়গা বরাদ্দ দিয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় টেন্ডার হয়েছে। যারা কাজ পেয়েছেন তারা গাছগুলো কেটেছে। তবে রাতের আঁধারে গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

সর্বশেষ খবর