বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঢাকাবাসী ৩০ দিনে সহনশীল বাতাস পেয়েছে তিন দিন

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর থেকে গতকাল ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের মধ্যে মাত্র তিন দিন সহনশীল মাত্রায় দূষিত ছিল ঢাকার বাতাস। তিন দিন ছিল সংবেদনশীল (শিশু, বৃদ্ধ ও নানা রোগে আক্রান্ত) জনগোষ্ঠীর জন্য ক্ষতিকর। বাকি ২৪ দিনই এই নগরীর বাতাস ছিল সব শ্রেণির মানুষের জন্য অস্বাস্থ্যকর। বৃষ্টিপাত থেমে যাওয়ায় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঢাকার বাতাসে দূষণ ক্রমাগত বাড়ছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের পর্যবেক্ষণে এমন চিত্র উঠে এসেছে। এদিকে সারা দিনের গড় বায়ুর মান অস্বাস্থ্যকর হলেও কখনো কখনো তা অতি অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ হয়ে উঠছে। গতকাল সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ বায়ুমান সূচকে ঢাকার অবস্থান ছিল ১৫৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ।

২৩৮ স্কোর নিয়ে শীর্ষ দূষিত শহর ছিল চীনের বেইজিং। তবে ৩১ অক্টোবর রাত ১১টায় ও ভোররাত ৩টায় ঢাকার বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর। গত ৩০ দিনের মধ্যে ঢাকার বাতাস সহনশীল মাত্রায় দূষিত ছিল শুধু ৩, ৪ ও ২৪ অক্টোবর। সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ছিল ৫, ৬ ও ৮ অক্টোবর। বাকি ২৪ দিন ছিল সবার জন্য অস্বাস্থ্যকর। আবহাওয়ার তথ্যে দেখা যায়, অক্টোবরের প্রথম সপ্তাহে সারা দেশেই ছিল বৃষ্টিপাত। ফলে বাতাসে দূষণ ছিল কম। বর্ষা থেমে যাওয়ায় ৯ অক্টোবরের পর থেকেই বায়ুদূষণ বাড়তে থাকে। ১৪ অক্টোবর সকালে দূষিত নগরীর তালিকায় শীর্ষে চলে আসে ঢাকার নাম। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় ২৪ অক্টোবর দূষণ কমে সহনশীল হয় ঢাকার বাতাস। ২৫ অক্টোবর থেকে ফের দূষণ বাড়তে থাকে। আইকিউএয়ারের বায়ুমান সূচকে স্কোর ৫০-এর নিচে থাকলে নির্মল বায়ু হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনশীল, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর ও ৩০১ থেকে ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ ধরা হয়। প্রতি বছর শীতকালে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে ঢাকাবাসী। এ বছর অক্টোবর আসতেই দূষণে বিশ্বের অন্য শহরগুলোকে টেক্কা দিতে শুরু করে ঢাকা। বায়ুদূষণ বাড়ায় ঘরে ঘরে দেখা দিয়েছে ঠান্ডা-কাশি-জ্বর। হাতপাতালেও বাড়ছে ভিড়। বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট থেকে প্রকাশিত বায়ুদূষণ বিষয়ক বৈশ্বিক প্রতিবেদন ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩’-এ দেখা গেছে, বায়ুদূষণের কারণে বিশ্বের সব মানুষের গড় আয়ু কমছে ২ বছর ৪ মাস। বাংলাদেশের ক্ষেত্রে গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস। 

সর্বশেষ খবর