শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিহত ৯ হাজার ছাড়াল

গাজায় সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বিমান হামলা

প্রতিদিন ডেস্ক

নিহত ৯ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানিয়েছে। খবর এএফপি। মন্ত্রণালয় জানায়, ৮ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৩ হাজার ৭৬০। হামলায় আহতদের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গেছে।

গাজায় একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। জাবালিয়া শিবিরে বিমান হামলায় অন্তত ১৯৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। জাবালিয়া গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির। হামাস জানায়, জাবালিয়ায় গত দুই দিন ধরে বোমা বর্ষণ করছে ইসরায়েল। দুই দিনে সেখানে হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ হামলায় ধ্বংসস্তূপের মধ্যে ১২০ জন চাপা পড়েছেন বলেও জানানো হয়।

৮ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের হামলার পর থেকে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে সেখানে খাদ্য, পানীয়, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি সংকটে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা একে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করছে।

 

এএফপির খবরে বলা হয়- হামাস জানিয়েছে, চলতি সপ্তাহে ফিলিস্তিনি ভূখন্ডের বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরায়েলি হামলায় ১৯৫ জন নিহত হয়েছেন। মঙ্গল ও বুধবারের হামলার কথা উল্লেখ করে- হামাসের সরকারি প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে, ‘জাবালিয়ায় প্রথম এবং দ্বিতীয় গণহত্যার শিকার ১ হাজার ছাড়িয়ে গেছে।’ এতে আরও বলা হয়, ‘আমরা ১৯৫ জন শহীদ, ১২০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ এবং ৭৭৭ জন আহতের তথ্য রেকর্ড করেছি।’

২০ হাজারেরও বেশি আহত লোক এখনো গাজায়- এমএসএফ : গাজা উপত্যকায় এখনো ২০ হাজারেরও বেশি আহত লোক আটকা পড়ে আছে। ডক্টরস উইদাউট বডার্স (এমএসএফ) এ কথা জানিয়েছে। যদিও প্রাথমিকভাবে বিদেশি পাসপোর্টধারী ও মারাত্মক আহত ফিলিস্তিনিদের মিসর সীমান্ত পাড়ি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এমএসএফ এক বিবৃতিতে বলেছে, গুরুতর আহত যেসব লোক রাফাহ সীমান্ত ক্রসিং পাড়ি দিয়েছে তাদের মধ্যে ২২ জন আন্তর্জাতিক স্টাফ রয়েছেন। অবরুদ্ধ অবস্থার কারণে গাজায় এখনো ২০ হাজারেরও বেশি আহত লোক সামান্য স্বাস্থ্যসেবা পাচ্ছে। আরও বেশি সংখ্যক লোককে গাজা ত্যাগের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। গত ৭ অক্টোবর হামাস ইরায়েলে হামলা চালালে ইসরায়েলও গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। এ আক্রমণ অব্যাহতভাবে চলছে।

গাজার শরণার্থী শিবিরে পুনরায় ইসরায়েলের হামলা ‘যুদ্ধাপরাধ’- জাতিসংঘ : ইসরায়েল বুধবার নতুন করে গাজার বৃহত্তম শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। এতে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে এই হামলা ‘যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

যেখানে হাজার হাজার শিশু মারা যাচ্ছে সেখানে কোনো বিজয়ী নেই- জাতিসংঘ কমিটি : যেখানে হাজার হাজার শিশু মারা যাচ্ছে সেখানে কারও কোনো জয় নেই। জাতিসংঘের শিশু অধিকার রক্ষা কমিটি বুধবার এ কথা বলেছে। একই সঙ্গে কমিটি গাজা উপত্যকায় ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিকভাবে শিশু অধিকার রক্ষায় কাজ করা এই কমিটি ইসরায়েল-হামাস যুদ্ধে শিশুদের দুর্ভোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর