শিরোনাম
শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাইডেনের ভুয়া উপদেষ্টা পাঁচ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

বাইডেনের ভুয়া উপদেষ্টা পাঁচ দিনের রিমান্ডে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে  রাজধানীর পল্টন থানার প্রতারণা মামলায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

গতকাল ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। এর আগে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের আবেদন করে। কাশিমপুর কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামি মিয়া আরেফিকে আদালতে উপস্থিত দেখানো হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এ  মামলায় গ্রেফতারের পর গত ৩০ অক্টোবর মিয়া আরেফিকে কারাগারে পাঠান আদালত। মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তিন জনের বিরুদ্ধে গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়া আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এরপর গত মঙ্গলবার ঢাকার সাভার থেকে অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর