শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে শিবিরের মেসে অভিযান, আটক ৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় শিবিরের একটি মেসে অভিযান চালিয়ে অন্তত সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২০ নম্বর বাসায় অভিযানটি চালানো হয়। এ সময় বেশকিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। নথিগুলোতে বিভিন্ন পুলিশ অফিসারকে টার্গেট করে হামলা চালানোর তথ্যও পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল উত্তরা পশ্চিম থানার ওসি মাসুদ আলম জানান, অভিযানটি ডিবি চালিয়েছে। এ জন্য থানা পুলিশের কাছে তেমন কোনো তথ্য নেই।

ডিবিসূত্র জানান, অভিযানে ওই বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে মেস পরিচালিত হয়। মেসের সবাই শিবিরের সদস্য। তিনটি রুমের মধ্যে একটি রুমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। ওই রুম থেকে তারা উগ্রবাদী বই, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন রেজিস্টার, চাঁদা আদায়ের রসিদ, তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ তথ্যসহ একাধিক ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করেছে। তাদের কার্যক্রম মূলত টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়। এ ছাড়া বেশকিছু গ্রুপ আছে যেমন- আবাবিল, ক্লাসরুম, বদরুললীগ ইত্যাদি। এ গ্রুপগুলোতে তাদের বিভিন্ন জুম মিটিংয়ে অংশগ্রহণের তথ্য, নেতাদের বক্তব্য, কার্যকরী কমিটির সদস্যদের তালিকা রয়েছে। তাদের টেলিগ্রাম গ্রুপগুলো বিশ্লেষণ করে কিছু পুলিশ অফিসারের প্রতি তাদের প্রচ- আক্রোশ এবং টার্গেট করে হামলা চালানোর পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

সর্বশেষ খবর