সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে প্রথম ট্রেন

চলছে পরীক্ষামূলক, ১১ নভেম্বর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে প্রথম ট্রেন

পরীক্ষামূলক ট্রেন গতকাল যায় কক্সবাজারে -বাংলাদেশ প্রতিদিন

নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ রেলওয়ে। প্রথমবারের মতো রেল যাচ্ছে পর্যটন শহর কক্সবাজারে। গতকাল সকাল ৯টা ২ মিনিটে কক্সবাজারের উদ্দেশে রেল ছাড়ল চট্টগ্রাম। এর মাধ্যমে বহুল প্রতীক্ষিত স্বপ্নের রেললাইনে উঠল ট্রেন।   প্রথমবার কক্সবাজারে আসা ট্রেনকে স্বাগত জানালেন লাইনের দুই পাশের বাসিন্দা। অন্তহীন উচ্ছ্বাস-আনন্দ স্থানীয়দের মাঝে। উৎসুক জনতা আনন্দে উদ্বেলিত হয়ে দুই হাত নেড়ে অভিবাদন জানালেন। আগামী ১১ নভেম্বর কক্সবাজার রেলযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ হাজার ৩৪ কোটি টাকায় রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।  জানা যায়, গতকাল সকালে চট্টগ্রাম স্টেশন থেকে আটটি বগি ও ইঞ্জিনসংবলিত রেল নিয়ে পরিদর্শন টিম রওনা দেয় কক্সবাজারের উদ্দেশে। ৯টা ২ মিনিটে রেল ছেড়ে ৯টা ৩১ মিনিটে পৌঁছল শতবর্ষী কালুরঘাট সেতুতে। সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করে সেতুর প্রয়োজনীয় যন্ত্রাংশ যাচাই-বাছাই শেষে রওনা দেয়। সকাল ১১টা ৩৫ মিনিটে পৌঁছে দোহাজারী স্টেশন। পরিদর্শন টিম সেখানেও অবস্থান করে। দুপুর ১২টায় রওনা দেয় কক্সবাজারের উদ্দেশে। বিকালে এসে পৌঁছে চকরিয়া স্টেশন। এরপর সন্ধ্যা ৬টার দিকে পরিদর্শন টিম স্বপ্নের রেল নিয়ে পৌঁছে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় নির্মিত নয়নাভিরাম ঝিনুকাকৃতির আইকনিক রেল স্টেশনে। পথিমধ্যে পরিদর্শন টিম দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার স্টেশনগুলোর নির্মাণ পর্যবেক্ষণ এবং কোথাও কোনো ত্রুটি-সমস্যা আছে কি না তা যাচাই করেন। গতকালের পরিদর্শন টিমে ছিলেন রেলপথ পরিদর্শন অধিদফতরের পরিদর্শক রুহুল কাদের আজাদ, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম, দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সবুক্তগীন ও উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদসহ রেলওয়ে পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা। টিমের কর্মকর্তারা যাত্রাপথে বিভিন্ন স্থানে থেমে থেমে প্রকল্পটির বিভিন্ন কারিগরি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করেন।  প্রথম দিনের পরিদর্শন রেল চালান চারজন লোকো মাস্টার। রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা আজ সোমবার কক্সবাজারে অবস্থান করবেন। দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সুবক্তগীন বলেন, এটা আনুষ্ঠানিক কোনো ট্রায়াল নয়। আমরা প্রাথমিকভাবে একটি পরিদর্শন টিম নিয়ে রওনা দিচ্ছি। সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে রওনা দিয়ে বিকাল ৫টায় কক্সবাজার পৌঁছি। আজকের দিনটি রেলওয়ের জন্য একটি স্মরণীয় দিন। প্রথমদিনের যাত্রায় আমরা রেললাইনের ত্রুটিবিচ্যুতি খতিয়ে দেখছি। আমরা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে সেখানকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ, রেললাইনের ইন্টারলকিং সিগন্যালিং ব্যবস্থ দেখা, প্লাটফরম উঁচু-নিচু কি না দেখা, ব্রিজ-কালভার্টগুলো পর্যবেক্ষণ করা ও লেভেলক্রসিং গেটগুলো দেখেছি। পরিদর্শন টিম এ ব্যাপারে ইতিবাচক মতামত দিলে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল ইসলাম বলেন, নিয়ম হলো নতুন রেলপথ নির্মাণ করা হলে রেলপথ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজ সেটি করা হচ্ছে। তবে এটি ট্রায়াল ট্রেন নয়। রেলপথ পরিদর্শন অধিদফতরের পরিদর্শক পরিদর্শনের পর সার্টিফাই করলেই ট্রেন চালানো যাবে। পরিদর্শন টিমে ট্র্যাক, সিগন্যাল ও বৈদ্যুতিক বিভাগের প্রকৌশলীরাও আছেন।  প্রকল্প সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের দূরত্ব ১৫০ কিলোমিটার। দোহাজারী থেকে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু হয়ে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত চলে গেছে এই রেল লাইনটি। এই পথে যাওয়ার সময় আছে ৯টি রেলওয়ে স্টেশন, চারটি বড় ও ৪৭টি ছোট সেতু, ১৪৯টি বক্স কালভার্ট এবং ৫২টি রাউন্ড কালভার্ট। তবে ৯টি স্টেশনের মধ্যে কয়েকটির এবং কয়েকটি লেভেলক্রসিংয়ের সৌন্দর্যবর্ধনসহ কিছু কাজ বাকি আছে।

কক্সবাজারে পৌঁছাল পরীক্ষামূলক ট্রেন : অবশেষে কক্সবাজারবাসীর স্বপ্নের রেল আসার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ট্রেন এসে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার প্রথম নির্মিত আইকনিক রেল স্টেশনে। চট্টগ্রাম থেকে কক্সবাজার নির্মাণ করা নতুন রেলপথে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার এসে পৌঁছে এ ট্রেন।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজারে স্বপ্নের রেললাইন উদ্বোধন হচ্ছে ১১ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। আর তারই জন্য গতকাল চট্টগ্রাম থেকে যাত্রা দেওয়া ট্রেন কক্সবাজার এসে পৌঁছেছে। সন্ধ্যা ৬ টা ২১ মিনিটের সময় ট্রেনটি এসে পৌঁছে এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেলস্টেশন কক্সবাজারে। মূলত উদ্বোধনের আগে প্রকল্পটি রেল চলাচলের উপযোগী কিনা তা দেখতে পরীক্ষা-নিরীক্ষার জন্য ট্রেনটি যাত্রা। সকাল ৯টা ০২ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে কক্সবাজার অভিমুখে যাত্রা শুরু করেছে প্রথম ট্রেনটি। রেলপথ পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক রুহুল কাদের আজাদের নেতৃত্বে রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রেনে ছিলেন। ৮টি বগি সংবলিত বিশেষ এই ট্রেনে থাকা কর্মকর্তারা যাত্রাপথে বিভিন্ন স্থানে থেমে থেমে প্রকল্পটির পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আর  কর্মকর্তাদের মূল্যায়নের পর চূড়ান্ত অনুমোদন মিললে এই রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হিসেবে ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর