সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

সোনার দাম বাড়ল ভরিতে ১৭৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক

সোনার দাম বাড়ল ভরিতে ১৭৫০ টাকা

১০ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের সোনার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা। আজ থেকে এ মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। এর আগে সোনার দাম বেড়েছিল গত ২৭ অক্টোবর।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯০২ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৪০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬১৪ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৩২৫ টাকায়। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

সর্বশেষ খবর