মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেওয়া ‘নিবন্ধন’ অবৈধ বলে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের লিভ টু আপিলের শুনানি হবে ১২ নভেম্বর। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গতকাল এ দিন ধার্য করেন। এ বিষয়ে আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানীয়া আমীর ও আহসানুল করীম। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিয়াউর রহমান। তানীয়া আমীর গণমাধ্যমকে জানান, আমাদের আদালত অবমাননার ও নিষেধাজ্ঞার আবেদন ছিল। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মুলতবির একটি আবেদন আছে। ওনাদের আইনজীবীর ব্যক্তিগত সমস্যা। আমি আদালতকে বললাম, আদালত অবমাননার আবেদন আগে শুনানির জন্য। আদালত বললেন, হাই কোর্টের রায়ের অবমাননা? আমরা তখন বললাম, হ্যাঁ। তখন আদালত বললেন, পুরো হাই কোর্টের রায় দেখতে আমাদের সিপি (লিভ টু আপিল) শুনতে হবে। ১২ তারিখ মূল মামলাটাই শুনে ফেলি।

এর আগে ১৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় ‘আদালত অবমাননা’র অভিযোগে শুনানির জন্যও এ দিন ধার্য করা হয়েছিল।

সর্বশেষ খবর