বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাগরে মৌসুমি লঘুচাপ, প্রকৃতিতে হিম হিম ভাব

নিজস্ব প্রতিবেদক

মৌসুমি লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। প্রকৃতিতে আসছে হিম হিম ভাব। পঞ্জিকার পাতায় এখন হেমন্ত, কার্তিকের শেষ সময়ের বাতাস বলছে- শীত আসি আসি। ২২ কার্তিক মঙ্গলবার সীতাকুন্ডে দেশের সর্বোচ্চ ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। হেমন্তের এ সময়ে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তাতে হিম হিম ভাব বিরাজ করবে রাতে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। নভেম্বরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপও পেতে পারে। সবশেষ গেল ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজারের কুতুবদিয়ার কাছ দিয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। তাতে গাছপালা-ঘরবাড়ির ক্ষতি হয় বেশ, প্রাণ যায় অন্তত চারজনের। ঘূর্ণিঝড়ের আগে যেমন গরমের প্রবণতা ছিল, তেমনি ভারী বর্ষণও হয়েছে অক্টোবরে। ১০-১৩ অক্টোববর এবং ১৮ অক্টোবর খুলনা, সীতাকুন্ড ও কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসে।

এর আগে ৫ অক্টোবর ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের পর প্রকৃতিতে এখন হেমন্ত। আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানান, নভেম্বরে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও নদ নদী অববাহিকতায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

সর্বশেষ খবর