বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
এবিবি ও বাফেদার সিদ্ধান্ত

প্রবাসী আয়ে ডলারের দর ১১৫ টাকার বেশি দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের নিজস্ব প্রণোদনাসহ প্রবাসী আয়ে ডলারের দর কোনোভাবেই ১১৫ টাকার বেশি দেওয়া যাবে না বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)  ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা)।

রেমিট্যান্সের ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে ১২২ টাকার বেশি দর দেওয়ার তথ্য প্রকাশের পর জরুরি এক বৈঠকে গতকাল সন্ধ্যায় যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, এবিবি-বাফেদার বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে পৌনে ৭টার দিকে শেষ হয়। এবিবি ও বাফেদা গত ১ সেপ্টেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা বাড়িয়ে রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা ৫০ পয়সায় নির্ধারণ করে। এর সঙ্গে রেমিট্যান্সে ব্যাংকগুলো নিজেদের মতো করে প্রণোদনা দিতে পারবে বলে জানানো হয়। তবে বেশিরভাগ ব্যাংক এ দরে ডলার পাচ্ছে না। এখন ১২২ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে অনেক ব্যাংক।

সর্বশেষ খবর