শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জনগণ নৌকাকে জয়যুক্ত করতে উদগ্রীব : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোর প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে চলে। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদগ্রীব হয়ে আছে। কারণ বাংলাদেশকে আলোকিত রাখতে নির্বাচনে শেখ হাসিনাকে, নৌকাকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনা, নৌকার বিকল্প কেবল নৌকা।

গতকাল নাটোরে আয়োজিত বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী  ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসভায় তিনি এসব কথা বলেন। বিকাল ৩টায় নাটোরের কানাইখালী এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্নার এবং শহরের হরিশপুর এলাকায় নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিএনপির অগ্নিসন্ত্রাসের সমালোচনা করে বলেন, বিএনপি সন্ত্রাসবাদ দিয়ে সবকিছু জয় করতে চায়। প্রকৃতপক্ষে এ দেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির হরতাল ডাকার অধিকার থাকলে সাধারণ রিকশাওয়ালার হরতাল না ডাকার অধিকার রয়েছে। তিনি বলেন, গত ২৮ তারিখে বিএনপি ওয়াদা ভঙ্গ করে প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে। বিএনপি যেভাবে পুলিশ-সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তা দেখে আমরা স্তম্ভিত। শামীম ওসমান বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালে মানুষ মেরে ক্ষমতায় আসতে চেয়েছিল। অপশক্তিরা আবারও মানুষ পুড়িয়ে মারছে। তারা আবারও দেশকে অশান্ত করতে চায়। আপনারা হুঁশিয়ার থাকবেন। দেশকে নিরাপদ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর