রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
কাশ্মীরের ডাল লেকে আগুন

তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু

কলকাতা প্রতিনিধি

ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল লেকের সাফিনা হাউসবোটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশের তিন পর্যটকের মৃত্যু হয়েছে। তারা ওই হাউসবোটে  অবস্থান করছিলেন। অগ্নিকান্ডে হাউসবোটটি পুড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৮জনকে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা। স্থানীয় পুলিশ জানায়, বাংলাদেশি তিন পর্যটক হলেন- অনিন্দয়া কৌশল, মোহাম্মদ মঈন-উদ এবং দাশ গুপ্তা। হাউস বোর্ড অপারেটরদের নথি থেকে বাংলাদেশি পর্যটকদের নাম পাওয়া গেছে। তবে ওই তিনজনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ পর্যটন বিভাগসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক রিপোর্ট স্থানীয় আরএম বাগ পুলিশ স্টেশনে জমা দেওয়া হয়েছে। ফারার সার্ভিসের ফারুক আহমেদ জানান, ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। বোট ও কুঁড়েঘর মিলিয়ে ৮টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাে র কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানায়, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে এই অগ্নিকা  ঘটে। তারপর অন্যান্য হাউসবোটেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ তাৎক্ষণাৎ জানা যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে ডাল লেকেই হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল।  স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এর আগে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের হুমামা এলাকায় একটি তিন তলা বাড়িতে আগুন লাগে। যদিও ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বরাবরই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য কাশ্মীরের ডাল লেক। কাশ্মীর ভ্রমণকালে বহু পর্যটকই এই ডাল লেকের হাউসবোটে অবস্থান করেন। হাউসবোটে আগুন লাগার ঘটনায় তাই পর্যটকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। কয়েক দিন আগেই কাশ্মীরে চলতি মৌসুমে প্রথম তুষারপাত হয়েছে। আর তা দেখে খুশির হাওয়া বয়ে যায় পর্যটকমহলে। সেই খুশির মধ্যেই ভূস্বর্গে একের পর এক আগুনের ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে।

সর্বশেষ খবর