বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইভী-শামীম কী কথা হলো নগর ভবনের সেই অনুষ্ঠানে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আইভী-শামীম কী কথা হলো নগর ভবনের সেই অনুষ্ঠানে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কার্যালয় ‘নগর ভবন’। সেখানে গতকাল এক অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াত আইভী আর সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যে অতি সামান্য সময়ের জন্য কথা হয়েছে। দীর্ঘ ১২ বছর পর কথা বলা। তাই নগরবাসীর কৌতূহল- কী কথা হলো তাদের মধ্যে! অনুষ্ঠানস্থলে এমপি শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমান এমপি (নারায়ণগঞ্জ-৫) আর মেয়র এবং এমপি শামীম এক সারিতে আসন নেন। এর আগে বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে মেয়র-শামীম একসঙ্গে উপস্থিত হলেও কেউ কারও সঙ্গে কথা বলেননি। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নাসিকের ১০টি প্রকল্পসহ দেশের বিভিন্ন জেলায় ১৫৭টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে নাসিক। সকাল সাড়ে ৯টায় আসেন শামীম ওসমান। এলেন আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-২) ও লিয়াকত হোসেন খোকা এমপি (নারায়ণগঞ্জ-৩)। সামনের সারিতে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ডান পাশে বসেন সেলিম ওসমান ও শামীম ওসমান। জানা গেছে, আসনে বসবার সময় শামীম বলেন, ‘কেমন আছ?’ আইভী বলেন, ‘জি ভালোই আছি আপনার দোয়ায়।’ কিছুক্ষণ পরই শামীম বলেন, ‘চলি। পঞ্চবটি যেতে হবে। সেখানে সড়ক উদ্বোধনী আছে।’ মেয়র বলেন, ‘থাকুন না কিছুক্ষণ।’ শামীম বলেন, ‘ওখানে মৃণালদা (মুন্সীগঞ্জের এমপি মৃণাল কান্তি দাস) অপেক্ষা করেছেন।’ আরও কিছু কথা হয় খুব নিচু স্বরে। এ সময় দুজনকেই প্রসন্ন দেখাচ্ছিল। এর আগে রমজান মাসে এমপি শামীম ওসমান ও মেয়র আইভী তিনটি অনুষ্ঠানে একসঙ্গে হলেও কেউ কারও সঙ্গে কথা বলেননি। ব্যাপারটি গণমাধ্যমে ফলাও প্রচার পেয়েছিল। উল্লেখ্য, ২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সেই নির্বাচনই দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। নারায়ণগঞ্জ ছিল পৌরসভা। ২০১১ সালের মে মাসে সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভাকে নারায়ণগঞ্জ পৌরসভার সঙ্গে একীভূত করে সিটি করপোরেশন গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর