বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয় শিশু, দুজন নারী ও তিনজন পুরুষ। নগরীর চরকালিবাড়ি এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্য ১০ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতরা হলেন- চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম, সোহেল রানা, ইসমাইল হোসেন, সালমা বেগম, কোহিনুর  আক্তার, ইয়াসিন হোসেন, সুলেমান মিয়া, রাহিম মিয়া, তানজিনা আক্তার, মিম আক্তার ও মানিক মিয়া। আহত তারিকুল ইসলাম বলেন, ছয়-সাত বছর আমি এবং সোহেল রানা এ ব্যবসায় জড়িত। গতকাল দুপুরে কাজ করার সময় হঠাৎ বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। পাশে যেসব শিশু খেলছিল তারাও দগ্ধ হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতো গতকালও ওই দোকানে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, আহতদের মধ্যে কোহিনুর আক্তারের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর