বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সবজি বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রাজধানীর ছয়টি পয়েন্টে ন্যায্যমূল্যে সবজি বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সরাসরি কৃষকের খেত থেকে সবজি কিনে এনে ন্যায্যমূল্যে নগরবাসীর হাতে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেছে তারা। গতকাল রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এ সময় তিনি বলেন, রাজধানীর ছয়টি পয়েন্টে সরাসরি কৃষকের খেত থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। বাঙলা কলেজের সামনে ছাড়াও হাজারীবাগ, মোহাম্মদপুর, বাড্ডা, ভাসানটেক ও উত্তরখানে এখন থেকে এ কর্মসূচি নিয়মিত চলবে।

অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতির কবলে প্রায় সব দেশ। এ সুযোগ কাজে লাগিয়ে দেশবিরোধী একটি শত্রুচক্র দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। মধ্যস্বত্বভোগীরা যে সিন্ডিকেট করে অধিক মুনাফা করছে সেই সিন্ডিকেটের অবসান, কৃষক ও সাধারণ মানুষের উপকারের জন্যই আমাদের এ আয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর