শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তফসিলের প্রতিবাদে ইসলামী দলগুলোর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

তফসিলের প্রতিবাদে ইসলামী দলগুলোর বিক্ষোভ

তফসিলের প্রতিবাদে গতকাল রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমমনা দলগুলো -বাংলাদেশ প্রতিদিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ঘোষিত তফসিলের প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমমনা দলগুলো। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। এর মধ্যে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, নগর নেতা আলহাজ আলতাফ হোসেন, সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, কে এম শরীয়তুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানিয়া, ইউসুফ পিয়াস প্রমুখ। মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণার মাধ্যমে উত্তপ্ত রাজপথে পেট্রল ঢেলে দিয়েছে। গণবিরোধী এ তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ এ অবৈধ তফসিল মানে না। দেশবাসী অবৈধ এ তফসিলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। রাজপথ আরও উত্তপ্ত হচ্ছে।’ তিনি বলেন, ‘তফসিল ঘোষণার মাধ্যমে ইসি সংকটের নতুন মাত্রা যোগ করেছে। জাতীয় সরকারবিহীন কোনো নির্বাচন জনগণ সহ্য করবে না।’ মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ঘোষিত তফসিল দেশবাসী প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। অবৈধ তফসিল ঘোষণা করে সিইসি দলদাসের চূড়ান্ত খেলা শুরু করেছেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্রাংকি ঘুরে হাউস বিল্ডিং চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এর আগে তফসিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে বিক্ষোভ করেছে।

জুমার পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করেছে সমমনা ইসলামী দলগুলো। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর আল রাজী ফাউন্ডেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, ‘সরকার আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে নিজেদের মতো করে অবৈধ তফসিল ঘোষণা করেছে। এই তফসিল আমরা মানি না।’

তারা বলেন, বাংলাদেশের জনগণ এ সরকারের অধীনে নির্বাচন চায় না। এ সরকার ১৪ এবং ১৮ সালে রাতের ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। ২০২৪ সালেও এভাবে তারা ক্ষমতায় আসতে চায়। এবার তা হতে দেব না। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার কায়েম করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে তফসিল ঘোষণা করে নির্বাচন দিতে হবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, মুসলিম লীগ ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর