সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রপ্তানি খাত কতটা চ্যালেঞ্জে

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় বারবার তাগিদ দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি আসছে। পোশাকের দাম বাড়াতে ইউরোপের ক্রেতাদের কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ। এ ছাড়া জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচন ঘিরে চলছে হরতাল-অবরোধসহ নানা রাজনৈতিক কর্মসূচি। যার ফলে দেশের শিল্প খাতসহ সামগ্রিক অর্থনীতিও বাধার মুখে পড়েছে। যা দেশের রপ্তানি খাতকে দাঁড় করিয়েছে কঠিন চ্যালেঞ্জের সামনে। এ চ্যালেঞ্জ ঠিকঠাক মোকাবিলা করতে না পারলে ২০২৬-এ এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈদেশিক মুদ্রা অর্জন বৃহৎ এই রপ্তানি খাতের বহুমুখীকরণের প্রতি জোর দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, একক খাত হিসেবে গার্মেন্টই আমাদের রপ্তানির নির্ভরতা। এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এ সংকট মোকাবিলায় সফল হতে হলে একক পণ্যের নির্ভরতা কমিয়ে  নতুন পণ্য ও নতুন নতুন রপ্তানির বাজার অনুসন্ধান করতে হবে। এ নিয়ে বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন -মানিক মুনতাসির

 

ভয়ের কোনো কারণ নেই

ট্রেড স্যাংশন এলে ঝুঁকি বাড়বে

ভবিষ্যৎ ক্রেতারা দ্বিধান্বিত হবে

সর্বশেষ খবর